বোয়ালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে ১৯৭১ সালে পাকিস্থানি হানাদারদের গুলিতে অনেক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, যেমন- জবেদ আলী, মালাম জুমুরুদ্দিন, জসিমুদ্দিন, সাজ্জাদ আল, অয়জুদ্দিন, আব্দুর রশিদ, ফকির, এরফান, আয়েস, দবীর আলী, তালেফ আলী, মেহের আলী, হামুদুল আলী, আয়নুদ্দিন, আকিমুদ্দিন জয়নুদ্দিন, সুমুরুদ্দিন ইত্যাদি। তাই তাদের স্বরনে স্থাপিত হয়েছে সাহাপুর শহীদ স্মৃতি স্তম্ভ। সাহেব বাড়ী এটি প্রায় ২০০ বছর আগে এখানে সাহেব নামে এক ভদ্রলোক বাস করত। বর্তমানে প্রাচীন এ বাড়ীটি দর্শনীয় স্থান হিসাবে পরিচিত। তার নামেই নাম করণ করা হয়েছে সাহেব বাড়ী। বোয়ালিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের অন্তরগত সাহাপুর গ্রামে ঐতিহাসিক সাহাপুর গড় অবস্থিত। এটির দৈর্ঘ প্রায় ৭০০ ফূট, প্রস্থ ৪০০ ফুট উচ্চতা ২০০ ফুট এটি প্রাচিন গড় নগরী অংশ হিসাবে পরিচিত। এটি একটি অন্যতম দর্শনীয় স্থান বিভিন্ন লোক মুখে শুনা যায় যে প্রায় ৩০০ বছর আগে এই যায়গাটিতে রাজা বাদশারা ঘুরতে আসত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস