সংক্ষিপ্ত বর্ণনা:
বোয়ালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে ১৯৭১ সালে পাকিস্থানিহানাদারদের গুলিতে অনেক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, যেমন- জবেদ আলী, মালামজুমুরুদ্দিন, জসিমুদ্দিন, সাজ্জাদ আল, অয়জুদ্দিন, আব্দুর রশিদ, ফকির, এরফান, আয়েস, দবীর আলী, তালেফ আলী, মেহের আলী, হামুদুল আলী, আয়নুদ্দিন, আকিমুদ্দিন জয়নুদ্দিন, সুমুরুদ্দিন ইত্যাদি। তাই তাদের স্বরনে স্থাপিতহয়েছে সাহাপুর শহীদ স্মৃতি স্তম্ভ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস