Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
সৈয়দ সুলতান সেতু
Location
মহানন্দা নদীর মোহনার পাশে, বোয়ালিয়া ইউনিয়ন, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ।
Transportation
রহনপুর হতে পশ্চিম দিকে ৩ কি:মি: ভ্যানে অথবা রিক্সা যোগে যাওয়া যায়।
Details

সংক্ষিপ্ত বর্ণনা:

সৈয়দ সুলতান সেতু নাম করন করা হয় সুলতান নামে একজন মুক্তিযোদ্ধা ছিল তার নামে এই ব্রিজ টি নাম করণ করা হয়। এই ব্রিজটির  কাজ শুরু হয় ১৯৯৬ সালে আর এটি ভিক্তি স্থাপন করেন সেই আমলের যোগাযোগ মন্ত্রী জনাব মো: অলি আহম্মেদ। ব্রিজটির দৈর্ঘ প্রায় ৫০০ মিটার এবং প্রস্থ ১০ মিটার এবং পোল মোট ১১ টি ব্রিজটির পূর্বে রহনপুর পৌরসভা পশ্চিমে বোয়ালিয়া ইউনিয়ন এবং  পাশে ভোলাহাট উপজেলা। আগে ব্রিজ না থাকায় আমাদের এই অঞ্চলের লোকজনের অনেক অসুবিধা হতো। ছাত্র-ছাত্রী প্রতিদিন নৌকা পারাপারের জন্য সময়মত  স্কুল কলেজে যেতে পারতোনা, কোন কোন দিন ক্লাস ছুটে যেত, মেধাবী গরীব ছাত্রদের আর্থিক সংকটের কারনে কলেজ যেতে পারতোনা। বিভিন্ন ব্যবসায়ীকদের যাতায়ত খুব কষ্ট হত। ব্রিজটি হওয়াতে দুই পারের লোকজনদের আর সময় নষ্ট হয়না। ছাত্রছাত্রীরা নিয়োমিত স্কুল কলেজে আনন্দের সাথে ব্রিজ দিয়ে যেতে পারছে ব্যবসায়ীরা লাভবান হচ্ছে।বর্তমানে বিভিন্ন দিবসে এই ব্রিজটি ঘিরে সবাই আনোন্দে মেতে উঠে।