Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ঐতিহাসিক সাহাপুরের গড়
Location
৬নং বোয়ালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অবস্থিত
Transportation
রহনপুর বাস স্ট্যান্ড থেকে জিপ, বাস, মাক্রো, লচিমন, সিএনজি, অটোবাইক, মটরসাইকেল, সাইকেল,ভ্যান, রিক্সা যোগে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ থেকে দক্ষীন দিকে চৌডালা রোড দিয়ে চেয়ারম্যান মোড় হয়ে হাতের ডান দিকে ৪ কি: মি: দুরোই সাহাপুরের ঐতিহ্যবাহী গড়।
Details

সংক্ষিপ্ত বর্ণনা

বোয়ালিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের অন্তরগত সাহাপুর গ্রামে ঐতিহাসিক সাহাপুর গড় অবস্থিত। মুগল আমলে এই গড়টি নির্মিত হয়, ইতিহাসের গৌড় এর নিদর্শনে জানাযায়  যে বিল গুলদাহ ও বিল কালন এর উপকুলে জনবসতী ছিল। কথিত আছে এখানে গুলজার শহর নামে একটি শহর অবস্থিত ছিল, রাজ্যের পরিচালনার জন্য তৎকালিন রাজা এই সমস্ত গড় নির্মান করেন। এই শহরে শাহী বংশের শাসক গণের অবকাশ কালীন রাজপ্রাসাদ ও এখানে বিনোদনের জন্য মনোরম পরিবেশ ছিল।    সাহাপুর গ্রামের পশ্চিমে ঐ গড় এর মধ্যখানে প্রায় দৈর্ঘ্য ৭০০ ফূট, প্রস্থ ৪০০ ফুট উচ্চতা ২০০ ফুট এটি প্রাচিন গড় নগরী অংশ হিসাবে পরিচিত। কিন্তু কালের প্রবাহে এখন এটি ধংশ প্রায়, কথিত আছে টিলারের পূর্বদিকে একটি গেট ছিল বৃটিশ শাসন আমলের পূর্বেই এই জনবসতির ধংস হয়। পরবতীতে দেশ ভাগেরপর  এখানে মুসলমানের বসতী গড়ে উঠে, এখানে শাহী পরিবার বাস করত তাই এই যাইগাটির নামকরন করা হয় শাহাপুর  যা বর্তমানে সাহাপুর  গ্রাম নামে পরিচিত ১৯৭১ সালে মহান মুক্তি যুদ্ধের সময় ৭ নং সেক্টরের সবা সেক্টর অত্র এলাকায় শাহাপুর গ্রামে প্রতি ঘাটি স্থাপন করা হয় এবং মুক্তি বাহিনীরা যুদ্ধ পরিচালনা করেন।  এখানে হানাদার বাহিনীর সহিত মুক্তি যোদ্ধাদের তমুল যুদ্ধ সংগঠিত হয়। বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীরের নেতৃত্বে এলাকা মুক্ত হয় ফলে মুক্তি যোদ্ধা সহ এলাকার ১৮ জন শহীদ হন। যাদের স্বরনে একটি স্মৃতি স্তম্ভ নির্মিত হয়।